ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আহাদ নিহত

Uncategorized

দিগন্তের আলো ডেস্ক ঃ-
ওমানে সড়ক দুর্ঘটনায় মো. আহাদ (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ছিদ্দিক হোসেন (৩২) আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

আল হেরা ট্রাভেল, মান্দারী মধ্যে বাজার, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর’

বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের ইবরি জেলার আল ইকরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে। এদের মধ্যে নিহত আহাদ চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে ও আহত ছিদ্দিক হোসেন আবু তাহেরের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

নিহত আহাদের বাবা আব্দুর রশিদ জানান, আহাদ ও ছিদ্দিক ওমানে রংমিস্ত্রির কাজ করতেন। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আকরি থেকে ইবরি শহরে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যালে তাদের ট্যাক্সিকে একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদের মৃত্যু হয়। এসময় আহত হন ছিদ্দিক।
চর ফলকন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম খলিল দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবার থেকে আকুতি করা হচ্ছে। তারা আহতের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও করছেন।

আল হেরা ট্রাভেল, মান্দারী মধ্যে বাজার, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *