লক্ষ্মীপুরে সম্মেলন ছাড়াই ছাত্রলীগের চার কমিটি ঘোষণা, আর্থিক লেনদেনের অভিযোগ

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে সম্মেলন না করেই রামগঞ্জ ও কমলনগর উপজেলার চারটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার রাত ১১টার পর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত একাধিক ‘প্রেস বিজ্ঞপ্তি’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আহ্বায়ক কমিটি ছাড়াই এভাবে সরাসরি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। দলের সাবেক ও বর্তমান দুই নেতা দাবি করেন, রামগঞ্জের তিন কমিটিতে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।

সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঢাকা থেকে গতকাল রাতেই তাঁরা এসব কমিটির অনুমোদন দেন বলে জানা গেছে। গতকাল রাতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের তিনটি শাখার। উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে অপু মালকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাজিদ হাসান। পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিন মালের নাম ঘোষণা করা হয়েছে। রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে ফজলে রাব্বিকে, আর আহমেদ কাওসারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে নূর উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়েছে।

একসঙ্গে চার কমিটি ঘোষণার পর থেকে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন কমিটিগুলোতে পদ পাওয়া নেতারা ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আবার পদ পাওয়া নেতাদের অনুসারী-সমর্থকেরাও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তবে পদবঞ্চিত ও দলের সাবেক নেতারা এভাবে কমিটি ঘোষণার সমালোচনা করেছেন। অনেকেই এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে রামগঞ্জের তিনটি কমিটি গঠনে প্রায় দুই কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সাবেক এক শীর্ষস্থানীয় নেতা। এর মধ্যে শুধু উপজেলা কমিটিতেই ১ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির শীর্ষস্থানীয় এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের চার সাবেক নেতা বলেন, তাড়াহুড়া করে সম্মেলন ছাড়াই এক রাতে একের পর এক কমিটি ঘোষণা করেছেন সাইফুল ইসলাম ও শাহাদাত হোসেন। এই ‘কমিটি–ঝড়’ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে নিন্দা দেখা যাচ্ছে বেশি।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল রশিদ গতকাল রাতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লিখেছেন, ‘মুজিব আদর্শের আঁতুড়ঘর বাংলাদেশ ছাত্রলীগ। রামগঞ্জ উপজেলা শাখার প্রিয় ভাইদের জন্য কিছুই করতে পারি নাই। মাফ করে দিস এই অযোগ্য লোককে। রাজনীতিতে এখন আর শ্রম, ঘাম কিংবা ত্যাগ লাগে না। রাজনীতি যখন মুক্তবাজার অর্থনীতির কাছে চলে যায়, তখন কিছুই করার থাকে না।’

সম্মেলন ছাড়া কমিটি গঠনকে ছাত্রলীগের গঠনতন্ত্রের লঙ্ঘন বলে মনে করছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, সম্মেলন না করে শুধু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক রাতে উপজেলার চারটি কমিটি ঘোষণা করা হয়েছে। এটা ছাত্রলীগের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এটা ছাত্রলীগের মতো বৃহৎ সংগঠনের কাছে কর্মীরা প্রত্যাশা করেন না।

জানতে চাইলে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নভেম্বর মাসে ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিরোধ এড়াতে সম্মেলন করা হয়নি। কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এভাবে কমিটি গঠিত হওয়ায় সবাই সন্তুষ্ট বলে তিনি দাবি করেন। আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যাঁরা কমিটিতে পদ পাননি, তাঁরাই এই অপপ্রচার চালাচ্ছেন।
সুত্র – প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *