সাহাদাত হোসেন দিপু ঃ-
নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন (অবসরপ্রাপ্ত) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
বাড়ি থেকে মসজিদে এশার নামাজ পড়তে এসে জকসিন পূর্ব বাজার সড়ক দুর্ঘটনায় ঐ ব্যাক্তি নিহত হোন। সোমবার (২৮ নভেম্বর) রাত নয়টায় সদর উপজেলার জকসিন পূর্ব বাজার ব্রীজ নামক স্থানের ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ওই ব্যাক্তি এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত ব্যক্তির নাম বজলুল হক (৭৭)। তিনি লক্ষীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জকসিন পূর্ব দীঘির পাড় এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে ইশার নামাজ পড়তে নিজের বাড়ি থেকে জকসিন পূর্ব বাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যাত্রা করে বজলুল হোক। পথিমধ্যে জকসিন পূর্ব বাজার ব্রীজ নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যান, পরে সিএনজি উল্টে এসে ঐ ব্যাক্তির গায়ের উপর এসে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রী ও চালক আহত হন।
এদিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় বজলুল হোককে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে বাহার হোসেন।’
লক্ষীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।