চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নব নির্বাচিত নেতা কর্মীদের আনন্দ মিছিল

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন দিপু ঃ-
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটিতে আবু তালেবকে সভাপতি ও এম মাসুদুর রহমান মাসুদকে, সাধারণ সম্পাদক নির্বাচিত করায় হাজারো নেতাকর্মী নিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এসময় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ,সহ দলীয় নেতাকর্মীরা ।

কমিটি প্রকাশ নিয়ে অনুভূতির কথা জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলেন, আমি কি পেলাম সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

আনন্দ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান কামাল, সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি জোবায়ের হোসেন ও সহসাধারণ সম্পাদক মাজহারুল ইয়াছিন প্রমুখ।

মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ‘এই ছাত্রলীগ শেখ হাসিনার নিজের ছাত্রলীগ। তাই জেলা ছাত্রলীগ যাদের কমিটিতে স্থান দিয়েছেন তারাই চূড়ান্ত। এর বিপরীতে কোনো কথা হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *