চুক্তি অনুযায়ী অগ্রীম সবটাকা পরিশোধ না করায় লক্ষীপুরে মাহফিলে আসেনি বক্তা

রায়পুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

ওয়াজ মাহফিলে আসার জন্য চুক্তি ভিত্তিক ৫০ হাজার টাকা পুরো অগ্রিম না পেয়ে মাহফিলে আসেননি ইসলামি বক্তা মাওলানা এমহাসিবুর রহমান সিলেট। শুক্রবার (১১ নভেম্বর) রায়পুর-রামগঞ্জ উপজেলার সিমান্তবর্তী মাসিমপুর এলাকার নাগের দিঘীরপাড় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এ ঘটনা ঘটে।

মাহফিল কর্তৃপক্ষ বক্তাকে অগ্রিম ৩৫ হাজার টাকা দিয়েছে মর্মে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন, বক্তার ব্যক্তিগত সহকারী ও ছোট ভাই হাফেজ আফজাল হোসেন। তিনি মাহফিলে আসার জন্য চুক্তি ভিত্তিক ৫০ হাজার টাকার ৩৫ হাজার টাকা অগ্রিম পেয়েছেন মর্মে স্বীকার করেছেন। কিন্ত বাকি ১৫ হাজার টাকা মাহফিলে যাওয়ার আগে পরিশোধ না করায় মাহফিলে উপস্থিত হয়নি প্রধানবক্তা।

হাফেজ আফজাল হোসেন জানান, রাতেই তিনি মাহফিল কর্তৃপক্ষকে অগ্রিম নেয়া টাকা ফেরত দিয়েছেন।

এদিকে পুরো টাকা না পেয়ে মাহফিলে না আসার ঘটনা জানাজানি হলে শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ মাওলানা এমহাসিবুর রহমান সিলেটীর বিচার চেয়েছেন।

মাহফিল কমিটির সভাপতি নুরে আলম মানিক বলেন, আমি নিজেসহ সবাই মিলে মাওলানা এমহাসিবুর রহমান সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। ওয়াজ করার জন্য তার সংগে ৫০ হাজার টাকায় চুক্তি হয়। এরই মধ্যে মাহফিলে আসার জন্য মাওলানার ইসলামী ব্যাংক (২০৫০৩০৪০১০১০৫০২) একাউন্ট নাম্বারে ১০ নভেম্বর ৩০ হাজার টাকা অগ্রিম জামা দিয়েছি। তার আগে ৫ হাজার দিয়েছিলাম।বাকী টাকা মাহফিলে আসার পর দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অঙ্কের টাকা পেয়ে অন্য কোন মাহফিল গিয়েছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ওয়াজের যুব কমিটির সদস্য ফয়েজ বলেন, আমরা এলাকার যুবসমাজ ১৫ থেকে ২০ দিন থেকে অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটি আয়োজন করি। আমরা অনেক আনন্দিত ছিলাম, আমাদের সবার বাসায় মেহমান ছিল। কিন্তু চুক্তির ৫০ হাজার টাকার মধ্যে ৩৫
হাজার টাকা নিয়েও মাহফিলে না এসে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা সারাদেশে তাকে বয়কট করার দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *