দিগন্তের আলো ডেস্ক ঃ-
নানা জল্পনা কল্পনা ও বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হলো চন্দ্রগঞ থানা ছাত্রলীগের কমিটি। ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে আবু তালেব , সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদুর রহমান । গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় আগামী এক বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন লক্ষীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূইয়া । রকি ও শাহাদাত স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি জুবায়ের হোসেন, ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইয়াছিনের নাম ঘোষণা করে কমিটির প্যাডটি ফেসবুক পেইজে পোষ্ট করা হয়।
নতুন এই কমিটির সভাপতি আবু তালেব লক্ষ্মীপুর সরকারি কলেজ ও সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ অক্টোবর চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় । এরপর থেকে কমিটি নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয় । বিশেষ করে স্থানীয় আ্ওয়ামীলীগ প্রভাবশালী নেতারা ছাত্রলীগের কমিটির উপর নিজস্ব প্রভাব বজায়ে নিজ নিজ বলয়ের নেতাদের নেতৃত্বে নিয়ে আসতে চালিয়েছেন ব্যাপক লবিং।