শেখ হাসিনার পতন ঘটানোর শক্তি কারো নেই: হানিফ

রামগতি

দিগন্তের আলো ডেস্ক ঃ-
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে।

তিনি আরও বলেন, এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ চলবে। যতদিন শেখ হাসিনার শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

সোমবার বিকালে লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটওয়ারী প্রমুখ।
সুত্র যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *