দিগন্তের আলো ডেস্ক ঃ-
চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১ খদ্দেরসহ ২ পতিতাকে আটক করেছে পুলিশ ও স্থানীয়রা, পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়
। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১ খদ্দেরসহ সহোদর ২ পতিতাকে আটক করে এলাকাবাসী পরে পুলিশ এসে থানায় নিয়ে আসে। এ সময় অন্যান্য খদ্দেররা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার এসআই মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মান্দারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মমিন বলেন কামাল দীর্ঘদিন থেকে এই পতিতা ব্যাবসা করে আসছে, কয়েকদিন আগে আমি তাকে আটক করেছি ২ পতিতা সহ, তিনি আরও বলেন আমি প্রশাসনের কাছে কামালের এই অপকর্মের বিচার চাই।
এই বিষয়ে জানতে চাইলে কামাল বলেন এটা সম্পূর্ণ মিথ্যা আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।