সাহাদাত হোসেন (দিপু)
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন ।
রবিবার (১৭ জুলাই ) লক্ষীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী বিপিএম (বার)।
উক্ত সভায় লক্ষীপুর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী চন্দ্রগঞ্জ থানায় যোগদান করেন।
মামলার আসামি ডাকাতকে অস্ত্র সহ আটক, ছাড়াও সাজাপ্রাপ্ত আসামি, ইয়াবা উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করেন তিনি।
এছাড়া নিয়মিত স্থানীয়ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, চুরি কৃত নানা ধরনের মালামাল উদ্ধার সহ অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে তিনি লক্ষীপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন বলে জানা যায়।
এ ব্যাপারে ওসি মোসলেহ উদ্দিন দিগন্তের আলোকে বলেন, আমি শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লক্ষীপুর জেলা পুলিশের অভিভাবক ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম) যার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় আজ আমার এই প্রাপ্তি, এরপরে আমি ধন্যবাদ জানাই চন্দ্রগঞ্জ থানার সকল পুলিশ অফিসার ও সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সাহসী ভূমিকার জন্য আমার এই সফলতা “ তিনি আরও বলেন অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেই জন্য আমি আগামী দিনগুলোতে কাজ করে যাব।”