দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরের রায়পুরে মেঘনা ও ডাকাতিয়া নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ ড্রেজার মেশিন জব্দ করেছে।
ইউএনও অঞ্জন দাশের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা ও ডাকাতিয়া নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, রায়পুর সহকারী কমিশনার ভূমি রাসেল ইকবালসহ তিন ইউপি সদস্য থানা পুলিশ, আনসার সদস্য এবং গণ্যমান্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।
মেঘনা ও ডাকাতিয়া নদীর দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। রাত ১০টার সময় স্টিল ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে ২টি ড্রেজার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ যুগান্তরকে বলেন, সরকারি সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। মেঘনা ও ডাকাতিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।