দিগন্তের আলো ডেস্ক :
লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের এক মেম্বারের পরকিয়া প্রেমের ফাঁদে পড়ে ৬ লক্ষাধিক নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে এক গার্মেন্টসকর্মীর স্ত্রী। এ ঘটনায় রোববার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গার্মেন্টসকর্মী মানিক।
জানা গেছে, মানিক লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১৪ বছর আগে ভোলার চরফ্যাশনের বাসিন্দা ফজলুর রহমানের মেয়ে স্বপ্না আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।
সম্প্রতি সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন সুমন পরকিয়া প্রেমের ফাঁদে ফেলে স্বপ্না আক্তারকে ঘরছাড়া করে বলে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন গার্মেন্টসকর্মী মানিক।
এরআগে সামাজিকভাবে স্থানীয়দের কাছে এ অভিযোগ জানিয়েছেন মানিক ও তার পরিবারের লোকজন।
এদিকে স্বপ্না আক্তারের মা নাহার বেগমও ভোলা থেকে ছুটে এসেছেন। তিনি তার মেয়ের সন্ধান চাওয়ার পাশাপাশি অভিযুক্ত মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, লিখিত অভিযোগের আলোকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে মান্দারী ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন সুমন অভিযোগ অস্বীকার করছেন।
এদিকে মেম্বার জাকির হোসেন সুমনের স্ত্রী সালমা সুলতানা জানান, পরকিয়া প্রেমে জড়ানোর পর থেকে সুমন তাকে নানাভাবে নির্যাতন করে আসছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিবেন।