সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ১৩ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাকিব ও তার পিতা আলাউদ্দিনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
গতকাল ভোরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব (২০) থানার মান্দারী ইউনিয়নের মিয়াপুর গ্রামের চৌকিদার বাড়ির আলাউদ্দিনের ছেলে ও তার পিতা আলাউদ্দিন (৫০) একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে । এ সময় ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোসলেহ উদ্দিন দিগন্তের আলোকে বলেন , ধর্ষণ মামলার আসামি সাকিব বেশ কিছুদিন ধরেই পলাতক ছিল। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামি সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় ধর্ষণের কাজে সহযোগিতা করার অভিযোগে ধর্ষকের পিতা আলাউদ্দিনকেও গ্রেফতার করা হয়। এই ছাড়াও একই দিনে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাহাব উদ্দিনের ছেলে শামীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের গতকালই লক্ষীপুর আদালতে পাঠানো হয়েছে।