দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ইব্রাহিমের ব্যাটারিচালিত অটোরিকশাটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অটোরিকশাটিই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল।
রোববার (২৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইব্রাহিম প্রতিবেশী মো. শরীফের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, শনিবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলী হাজি বাড়ির সামনে রাখা অটোরিকশাটি খড়কুটো ও কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে শরীফদের বাড়ির সামনে ইব্রাহিম রাতে অটোরিকশাটি রাখতেন। ইব্রাহিমের স্কুলপড়ুয়া মেয়েকে শরীফ প্রায়ই উত্ত্যক্ত করতো। এনিয়ে শরীফের বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিশ হয়। তখন থেকেই শরীফ ক্ষিপ্ত হয়ে ওঠে।
কয়েকদিন ধরে শরীফ বিভিন্নভাবে ইব্রাহিমকে হুমকি দিচ্ছিল। বাড়ির সামনে অটরিকশা রাখলে পুড়ি দেওয়ার হুমকিও দেয় শরীফ। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই বাড়ির সামনেই ইব্রাহিম অটোরিকশাটি রেখে যায়। রাতের কোনো এক সময় ওই রিকশাটি খড়কুটো ও কাঠ দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী মো. ইব্রাহিম বলেন, শরীফ আমার অটোরিকশা পুড়িয়ে দেবে বলে বিভিন্ন মাধ্যমে শাসিয়েছে। সেই আমার অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। উপার্জনের একমাত্র মাধ্যমটি পুড়িয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্ত্রী-সন্তানদের মুখে আমি ভাত তুলে দেবো কিভাবে।
বক্তব্যের জন্য অভিযুক্ত শরীফের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
তবে শরীফের মা আমেনা বেগম বলেন, আমার ছেলে গাড়ি পোড়ানো কথা বলেনি। আমাদের বাড়ির সামনে গাড়ি রাখলে চরম অসুবিধা হবে, এ কথাই বলেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জসিম উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়েছি। ঘটনাটি ন্যাক্কারজনক। ইব্রাহিমকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।