দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর জেলা কারাগারে বুকে ব্যথা উঠলে হাসপাতাল নেওয়ার পথে মো. সায়েদ (৩২) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সায়েদ সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তার সংসারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কারাগার সূত্র জানায়, ৬ মার্চ মাদক মামলায় সায়েদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সায়েদের স্ত্রী মুন্নি আক্তার বলেন, কারাগার থেকে ফোনে জানানো হয়েছে আমার স্বামী মারা গেছেন। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসি।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন বলেন, হাসপাতাল নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার রফিকুল কাদের জানান, সকালে সায়েদ অন্য হাজতিদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তার বুকে ব্যথা উঠে। পরে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।