সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর শহরের দক্ষিণ তেহমুনি মডেল হাসপাতালের পিছে মাষ্টার কলোনি এলাকায় ভাড়া বাসা থেকে সানজিদা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঐ বাসা থেকে লাশটি উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গৃহবধূ সানজিদা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের বেরি বাড়ির (প্রবাসী) রাজন হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে রাজনের মুঠোফোন বন্ধ রয়েছে।
গৃহবধূ সানজিদা অন্তঃসত্ত্বা বিষয়টি নিশ্চিত করেছেন তার মা আসমা খাতুন। সানজিদা মান্দারী ইউনিয়নের জাদীয়া বড়ো বাড়ির মাওলানা মাছুমের বড়ো মেয়ে।
লক্ষীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন প্রবাসী। তিনি বর্তমানে দেশেই অবস্থান করছেন। তাদের সংসারে একটি বাচ্চা রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, সানজিদার লাশটি ফেন লাগানো সিলিং এ ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।