জোর পূর্বক অন্যের দোকান দখলের পর তালা দেওয়ার অভিযোগ নেতার বিরুদ্ধে

অপরাদ চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
জোর পূর্বক অন্যের দোকানে তালা দেওয়ার অভিযোগ স্থানীয় এক নেতার বিরুদ্ধে।
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া বাজারে মঞ্জুর মালিকানাধীন অর্ধকোটি টাকা মূল্যের একটি দোকান অবৈধভাবে দখলে নেওয়ার পর তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় নেতা দিদারের বিরুদ্ধে। তার লোকজন ইতোমধ্যে দোকানটির মালামাল স্থানান্তর করে ফেলেছে।

দোকানটি জোর পূর্বক দখলে নিয়ে তালা দেওয়ার পর পরে মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এ ঘটনায় দত্তপাড়া জুড়ে সমালোচনার ঝড় বইছে।

দোকানের সামনে উইনার প্রেস নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেন। এছাড়া দোকানের ভেতরে থাকা মালামাল স্থানান্তর করে ফেলেন।

ভুক্তভোগী মঞ্জু বলেন দিদার আমার মালিকানা দোকানটি গায়ের জোরে দ্বখল করে তালা মেরে দিয়েছে, পরে আমি দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করি।

এখানে শুষ্ট বিচার না পাওয়ার আশংকায় পরক্ষণে আমি লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার কার্যালয়ে আরেকটি লিখিত অভিযোগ করি। তিনি আরও বলেন আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমার বৈধ মালিকানা দোকানটি আমাকে ফিরিয়ে দেওয়ায় ব্যাবস্থা করুন।

দত্তপাড়া বাজারের স্থানীয় ব্যবসায়ীবৃন্ধ এবং একই এলাকার সামাজিক, রাজনৈতিক ও এলাকার বিশিষ্টজনেরা জানান দিদার এর আগেও অনেক গুলো অপরাধ করছে, অনেকের জায়গা জমি রেষ্টুরি করে অনেক পরিবারকে রাস্তার পকির বানিয়েছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান চৌধুরী দিগন্তের আলোকে বলেন অভিযোগ পেয়ে আমি খুব দ্রুত গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে সঠিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান বলেন, বিগত কয়েকদিন এ বিষয়টি তদন্ত করেছি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আশা রাখি প্রতিবেধন জমা দিতে পারবো।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনসার্জ মোসলেহ উদ্দিন বলেন এসপি স্যার বিষয়টি আমাকে অবগত করেছেন, আমি খুব দ্রুত তদন্ত করে রিপোর্ট পৌঁছে দিবো।

এ বিষয়ে মন্জুরুল আলম দিগন্তের আলোকে বলেন, যিনি বিক্রি করেছেন, তার কাগজপত্র দেখেই কিনেছি। বিক্রেতার নামে ভূমির কাগজপত্র, খাজনা, হোল্ডিং ট্যাক্স, পর্চা, মাঠ পর্চা, এসে রেকর্ড ও নামজারি সবই রয়েছে। যারা অভিযোগ দিয়েছেন, তাদের ভিত্তি কি আছে জিজ্ঞাসা করা উচিৎ।

অভিযুক্ত দিদার বলেন এটা আমার নিজের ক্রয়কৃত সম্পত্তি, মঞ্জু আমার সাথে অহেতুক বেজাল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *