সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী এলাকার বাইনটোলা গ্রামে সোমবার এক গৃহবধু ও এক সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
নিহত গৃহবধুর নাম শারমিন আক্তার (২২)।
তার স্বামীর নাম রিয়াজ হোসেন । নিহতের গ্রামের বাড়ি মান্দারী ইউনিয়নের বাইনটোলা গ্রামে ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন দিগন্তের আলোকে জানান, পুলিশ আত্মহত্যার খবর পেয়ে সোমবার রাত ৮টার দিকে নিহতের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সোমবার রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান ।