সাহাদাত হোসেন (দিপু)ঃ-
সোমবার বিকেল ৪ টার দিকে লক্ষীপুর জেলার সদর উপজেলার গ্রীনলাইফ গেসপাম্পের সামনে হাইড্রলিক্স ট্রাক্টার ও সিএনজির দুর্ঘটনায় মারা যায় ইয়াছিন আরাফাত নাবিল নামের এক তিন মাসের শিশু ।
নিহত শিশু ইয়াছিন আরাফাত নাবিল জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী (হাসপাতালের পাশে) গ্রামের জালাল পন্ডিতের বাড়ির আরিফ হোসেনর ছোট ছেলে । এই ঘটনায় সামান্য আহত হয়েছেন মৃত শিশুটির মা নারগিস আক্তার।
ভালোবাসা দিবস উদযাপন করতে সোমবার দুপুরের পরে স্ত্রী নারগিস আক্তার ও তার দুই ছেলেকে নিয়ে ঘুরতে বের হন আরিফ । (আরিফ ওয়াল্টন কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেন) বাড়ি থেকে রিজার্ভ সিএনজি করে যাওয়ার পথে গ্রীনলাইফ গেস পাম্পের সামনে রাস্তায় পিছন থেকে আসা একটি হাইড্রলিক্স ট্রাক সিএনজিকে ধাক্কা দেওয়ার সাথেই শিশুটি তার মা নারগিস আক্তারের কোল থেকে রাস্তায় উপরে পড়ে মাথা পেটে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আরাফাত নাবিলকে মৃত ঘোষণা করেন।
মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী দিগন্তের আলোকে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন । ঐ ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন সুমন মুঠোফোনে আমাকে বিষয়টি অবগত করেন এবং আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনিক বিষয়গুলো সমাধান করে শিশুটিকে দাফনের ব্যবস্থা করি। এবং মান্দারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে সর্বচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস প্রধাণ করেন।