নিজস্ব সংবাদদাতা ঃ-
মান্দারী ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মুঃ কাউসার হামিদ এর নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
মুঃ কাউসার হামিদ বলেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি কথা দিচ্ছি ৫ নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত করবো। আমি যতো দিন বেঁচে থাকবো এই ৫নং ওয়ার্ডের গরীব অসহায় নির্যাতিত সাধারন মানুষের সেবা করে যাবো।
প্রিয় ৫নং ওয়ার্ডবাসি আমি যদি সুযোগ পাই তাহলে আমার কিছু পাইলট সেবা প্রকল্প রয়েছে যেগুলো আমি আপনাদের জন্য বাস্তবায়ন করতে চাই। আমি চাই এই এলাকা আমার আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে। এই এলাকার নিরাপত্তা এবং স্থানীয় জনগণের স্বার্থ সুরক্ষিত রাখতে আমি বদ্ধ পরিকর
এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের স্থানীয় জনগণ অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এই ৫ নং ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার নির্বাচনী ইশতেহারের নাম ‘স্বপ্নযাত্রা’।
জনগণের ভোটে বিজয়ী হতে পারলে এ ইশতেহার বাস্তবায়ন করে আমি ওয়ার্ডের সেবক হতে চাই।
মুঃ কাউসার হামিদ এর নির্বাচনী ইশতেহারের মধ্যে রয়েছে-
০১. আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
০২. ওয়ার্ডে জলবদ্ধতা নিরসন
০৩. পাবলিক টয়লেট স্থাপন
০৪. গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন
০৫. ওয়ার্ডকে আলোকসজ্জা করা
০৬. যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন
০৭. শত ভাগ নাগরীক সেবা প্রদান
০৮. ওয়ার্ডে সৌন্দর্য বর্ধন
০৯. মাদক নিরসনে পদক্ষেপ গ্রহণ
১০. নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ
১১. সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ
১২. বিনোদন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশে সুযোগ বৃদ্ধি
১৩. নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
১৪. দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট।
মুঃ কাউসার হামিদ বলেন আমি যদি নির্বাচিত হতে পারী আমার অবহেলিত ৫নং ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করবো।