সাহাদাত হোসেন দিপু ঃ-
ঘোষণা করা হলো চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল। আজ বুধবার (১০ নভেম্বর) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে মোট ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপের মোট ৮৪০ ইউনিয়নের মধ্যে লক্ষীপুর জেলার সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি ও সীমানা জটিলতার কারণে কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। লক্ষীপুর সদর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার তফসিল ঘোষণাকৃত
ইউনিয়নগুলো হলো-
১. ১নং উত্তর হামছাদি ইউনিয়ন
২. ৫নং পার্বতীনগর ইউনিয়ন
৩. ৭নং বশিকপুর ইউনিয়ন
৪. ৮নং দত্তপাড়া ইউনিয়ন
৫. ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন
৬. ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন
৭. ১১নং হাজিরপাড়া ইউনিয়ন
৮. ১২নং চরশাহী ইউনিয়ন
৯. ১৩নং দিগলী ইউনিয়ন
১০. ১৪নং মান্দারি ইউনিয়ন
১১. ১৬নং শাকচর ইউনিয়ন
১২. ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন
১৩. ১৮নং কুশাখালী ইউনিয়ন
১৪. ২০নং চর রমনী মোহন ইউনিয়ন
১৫. ২১নং টুমচর ইউনিয়ন
এরমধ্যে হাজীরপাড়া ও ভবানীগঞ্জ ইউনিয়নের ভোট গ্রহন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার শেষ হয়েছে। এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার এসব নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আজ বুধবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, প্রথম ধাপে ৩৬৯ ইউপির ভোট সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে ১ হাজার ১টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।