আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী “কবির”

চন্দ্রগঞ্জ সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের ঝুমকান্দি গ্রামের কৃতী সন্তান হুমায়ুন কবির।

তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে থানার ১৪৷নম্বর মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন হুমায়ুন কবির । তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

হুমায়ুন কবির বলেন, ‘ এই এলাকার মানুষের অনুরোধে আমি ইউপি সদস্য নির্বাচন করবো। তিনি আরও বলেন আমি নিতে আসিনি দিতে আসছি। আল্লাহপাক আমাকে অনেক দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন জনপ্রতিনিধি না হয়েও একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন।সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ‘কবির আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’ তাই আমরা সামনের ইউপি নির্বাচনে এলাকাবাসীর স্বার্থে এই ওয়ার্ডে কবির হোসেনকে ইউপি সদস্য হিসেবে দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *