দিগন্তের আলো ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে পৌর শহরের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এ জরমিানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কৃষি পন্য বিপনন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মো. মনির হোসেন ও ড্রাগ সুপার মো. ফজলুল হক ও থানার এস আই মামুন।
জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হলো, পাটওয়ারী হোমিও হল ২০ হাজার, ইতালিয়ান বিউটি পার্লার ১০ হাজার, গোবিন্দ পাল ব্রাদার্স ১৫ হাজার, শোভা ফার্মেসী ১৫ হাজার এশিয়া ডেন্টাল ৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও কৃষি পন্য বিপনন আইন অমান্যের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরমিানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।