দিগন্তের আলো ডেস্ক -:
বৃষ্টি ভেজা শরৎ আকাশ, শিউলি ফুলের গন্ধ৷ মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ? পুজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী৷ গুনে দেখো পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। এমন বার্তা দিয়ে লক্ষ্মীপুর জেলা সদর, এবং ৬ নং বাঙ্গাখাঁ ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে লক্ষ্মীপুর জেলার সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই ছাড়াও আরও অভিনন্দন জানিয়েছেন যুব ও ঐক্য পরিষদ লক্ষ্মীপুর সদর উপজেলা কমিটির, সিনিয়র সহ-সভাপতিথআশীষ ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক, দীপু কর্মকার, সহ-সাংগঠনিক সম্পাদক, ধীমান মজুমদারসহ অন্যন্য সদস্যবৃন্দরা
বাঙ্গাখাঁ ইউনিয়নের যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন দাস সাগর বলেন, আমরা বাংলাদেশী আমরা হিন্দু মুসলিম একে অপরের ভাই আমাদের মাঝে কোন বিরোধ নাই। আমাদের ঐক্য পরিষদ মিলেমিশে এই দেশের জন্য কাজ করবে। এইবারের দুর্গা পুজা সকলের জন্য শান্তি বয়ে আনুক এটাই আমাদের কামনা।
সাধারণ সম্পাদক কমল দেব নাথ বলেন, এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে ৷ সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷ আমাদের যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলাবাসি সহ দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি,। যুব ঐক্য পরিষদ রাষ্ট্র এবং সমাজের যে কোন উন্নয়নের জন্য কাজ করবে এবং করে চলেছে। এছাড়া কমিটি অন্যান্য সদস্য রাও শুভেচ্ছা জানিয়েছেন।
সভাপতি, সুমন দাস সাগর, সাধারণ সম্পাদক, কমল দেবনাথ, আশুতোষ মজুন্দার কৃষ্ণ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্রদাস, বিধান শীল, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, জয়দেব চন্দ্র দাস, নয়ন ঘোষ, দপ্তর সম্পাদক অর্থ বিষক ধনঞ্জয় ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক শিমুল ভৌমিক, সহ কমিটি সকল নেতৃবৃন্দ।