লক্ষ্মীপুরের কুশাখালিতে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে অর্ধ্বশতাধিক মানুষ

অপরাদ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক -:

দীর্ঘ ৩৫ বছরের পুরোনো গ্রামীণ রাস্তায় জোর করে কাটা ও খুঁটি দিয়ে বেড়া দিয়েছেন কয়েকজন প্রভাবশালী। এতে প্রায় ৯ পরিবারের অর্ধ্বশতাধিক মানুষ চলাচল করতে পারছেন না। স্থানীয় কৃষকরা যেতে পারছেন না ফসলি জমিতে। ঘটনাটি লক্ষ্মীপুরের কুশাখালি ইউনিয়নের নুর খাঁ গ্রামে ঘটেছে। এর ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ভুক্তভোগী লোকজনের।

ভুক্তভোগী ইসরাফিল বলেন, আমরা এ রাস্তা দিয়ে ৩০-৩৫ বছর যাবত চলাচল করে আসছি। রাস্তার মালিকানা দাবি করে শনিবার জাবেদ, হারুন ও মালেকরা পিলার ও কাটা দিয়ে বেড়া দেন। এতে বন্ধ হয়ে যায় চলাচল।

তিনি আরও বলেন, জাবেদরা আমাদের কোনো কথাই শুনছে না। তাইতো বাধ্য হাটু পানিতে ভিজে অন্যর ফসলি জমির উপর দিয়ে জরুরি প্রয়োজনে চলাচল করছি। তাছাড়া এ রাস্তা দিয়ে মাঠে যায় এখানকার কৃষকরাও। বর্তমানে আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। সমস্যাটি সমাধানে আমরা প্রশাসনের হস্তাক্ষেপ কামনা করছি।

দখলের বিষয়ে জাবেদ হোসেন বলেন, রাস্তার জায়গাটি আমাদের জমির মধ্যে পড়েছে। এজন্য বেড়া দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য মো. করিম বলেন, সমস্যাটি জানার পর উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠক করেছি। পূর্বের মতো বর্তমানেও রাস্তাটি দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতে পারবেন বলে একটি সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া বর্ষার পর পুনরায় দুই পক্ষকে নিয়ে বসা হবে, তখন তাদের দাবি দাওয়ার সমাধান করা হবে। কিন্তু জাবেদরা সে বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে নিজেদের সম্পদ দাবি করে রাস্তায় বেড়া দিয়েছেন।

অথচ এ জাবেদ ও হারুনরা গত দুই বছর পূর্বে আমার কাছে গিয়েছেন রাস্তাটি ইটের সলিং করার জন্য। তবে বরাদ্ধ না থাকায় তখন রাস্তার উন্নয়ন করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *