লক্ষীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

অপরাদ চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন (দিপু) ঃ-

“মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ”

চন্দ্রগঞ্জে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চৌকস অফিসার এসআই গোলাম মোস্তফা, এসআই সাইফুল আলম, এএসআই মহিউদ্দিন তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল (২৭), একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে ইমরান (২০)।

সূত্র জানায়, কিছুদিন আগে চন্দ্রগঞ্জ থানা এলাকা থেকে একটি নীল রঙের “ইয়ামা” ব্র্যান্ডের এফজেডএস, ও আরেকটি লাল রঙের ডায়াং মোটরসাইকেল চুরি যায়। পুলিশ অভিযোগ পেয়ে মোটরসাইকেলগুলো উদ্ধারে সাড়াশি অভিযানে নামে।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল ও সেটির খুলে ফেলা বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হোক দিগন্তের আলোকে বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ মোটরসাইকেল চুরির অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে দ্রুত উদ্ধার অভিযানে নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *