লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক :

বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আর শোকাবহ পরিবেশে লক্ষ্মীপুরবাসী স্মরণ করেছে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, পৌরসভার মেয়র পদপ্রার্থী এ.কে.এম বদরুল আলম শাম্মী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ বায়েজিদ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ প্রমুখ।

বৈশ্বিক মহামারি করোনা-ভাইরাস সংক্রমণের কারণে প্রতিকূল পরিবেশে দিবসটি পালিত হয়। কোভিড-১৯ এর ঝুঁকি চিন্তা করে সব কর্মসূচি সীমিত পরিসরে করা হয়।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *