সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আলাউদ্দীন ভূইয়া বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো দেশিয় অস্ত্রের আঘাতে নুরুন নাহার (৬৫) নামের একজন আহত হয়েছেন। আহত নুরুন নাহারকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মিমতানুর রহমান , ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লক্ষীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম দিগন্তের আলোকে বলেন ,আসামীদের দরার জন্য আমার পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে । ইতিমধ্যে সন্ধেহবাজন দুইজনকে গেস্খফতার করা হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১৭ জুন ) রাত একটার দিকে একতলা ভবনটির কলাপসিবল গেটের তালা ভেঙে ১৫/২০ জন ডাকাত দেশীয় অস্ত্র চুরি নিয়ে প্রবেশ কওে, গৃহকর্মী নুরুন নাহারসহ ঘরের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে কাপড় দিয়ে হাত পা মুখ বেধে ফেলে। এইসময় নুরুন নাহারের ছোট মেয়ে জাহেদা বেগম (৩০), ও তার ছোট ছেলের স্ত্রী ফাতেমা ইসলাম (২৫), চিৎকার করলে তাদেরকে পিটিয়ে আহত করে ১১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ চার লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা, চারটি দামী মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করছেন মামলার বাদী নুরুন নাহার।
মামলার বাদী নুরুন নাহার বলেন, গতকাল চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছি, তিনি আরও বলেন আমার ছেলেরা সবাই দেশের বাইরে থাকে, আমি হাসপাতালে ভর্তি থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হোক বলেন, লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনাক্রমে ডাকাত দলকে গ্রেফতার করতে ইতিমধ্যে সাড়াশি অভিযানে মাঠে নেমেছে পুলিশ।