প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আইন আদালত

বিশেষ প্রতিনিধি ঃ-
গত ৩ মে দৈনিক সরেজমিন পত্রিকায় ‘ভুয়া কার্যাদেশে ৫ ভাইয়ের সম্পদ জোর করে যুগের পর যুগ দখল করে চলছেন ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের মান্দারী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হেলাল উদ্দিন।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ৫ ভাইয়ের সম্পদ আমি কখনও জোর করে দখল করি নাই । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, যে কার্যাদেশের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উক্ত কাগজে আমার বিরুদ্ধে জোর করে সম্পত্তি দখলের যে অভিযোগ করা হয়েছে আমার কাছে থাকা জমির মালিকানার কাগজপত্রগুলো যাচাই-বাছাই করা হলে বিষয়টি স্পষ্ট হয়ে যেতো।

হেলান উদ্দিন আরও বলেন সত্য হচ্ছে এই সরেজমিন পত্রিকার রিপোর্টার নিজাম উদ্দীন আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে না দিলে আমার বিরুদ্ধে নিউজ করবে বলে আমাকে হুমকি প্রধাণ করে, আমি তাকে টাকা না দেওয়ায়, আমার বিরুদ্ধে এমন মিথ্যা নিউজ করা হয়েছে।
তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে কার্যাদেশের লেখাগুলো প্রকাশ করা হয়েছে তার একটি কথা সত্য নয়।

একটি পক্ষ নিজেরাই তাদের স্বার্থ হাসিলের জন্য এমন ভুয়া নিউজ তৈরি করে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দৈনিক পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন আমি দীর্ঘদিন সুনামের সহিত হিসেবে মান্দারী বাজারে ব্যবসা পরিচালনা করে আসছি।

বিগত ৩ মে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে জোর করে ৫ ভাইয়ের সম্পত্তি দখল মর্মে উল্লেখ করে নিউজ প্রকাশিত হয়েছে। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমি এবং আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে তিনি সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে রাজি আছেন। তিনি বলেন, আমি সুপরিচিত ও স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *