টানা দ্বিতীয় হার মোহামেডানের

খেলাধুলা

দিগন্তের আলো ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লীগে টানা তিন জয়ের পর জোড়া হার দেখলো মোহামেডান। আগেরদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হারের পর গতকাল বিকেএসপিতে তারা হারলো প্রাইম দোলেশ্বরের কাছে। বৃষ্টি বিঘ্নিত ৬ ওভারের ম্যাচে সাদাকালো শিবির হেরেছে ২২ রানে। সকাল ৯ টায় শুরু কথা থাকলেও খেলা মাঠে গড়ায় সাড়ে ১১ টায়। আড়াই ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাট করতে ইমরান উজ্জামানের ব্যাটে ৭৮ রান করে দোলেশ্বর। পাঁচ ৬ ও দুই চারে মাত্র ১৪ বলেই করেন ৪১ রান এই ডানহাতি ওপেনার। তার আউট হওয়ার সঙ্গে ভাঙে ৬৮ রানের ওপেনিং জুটি। অন্য পাশে ঝড়ের গতিতে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন।
জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে থামে মোহামেডান। অধিনায়ক সাকিব ১৪ বলে ২২ রান করেও নায়ক হতে পারেননি। দোলেশ্বরের শীর্ষস্থান ধরে রাখতে জয়ে বল হাতে ভূমিকা রাখেন পেসার শফিকুল ইসলাম। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
দোলেশ্বরের ইমরান ও শামীমের ৬১ রানের ওপেনিং জুটিই দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে। মোহামেডানের তাসকিন আহমেদের করা ১ম ওভার থেকে দু’জন মিলে নেন ১৮ রান। ২য় ওভারে বল করতে আসা সাকিব আল হাসানকে হজম করতে হয় ১৭ রান। রুয়েল মিয়া নিজের প্রথম ওভারে দেন ২৩ রান। ২ ওভার বল করে ২৭ রান খবচ করে সাকিবের শিকার মাত্র এক উইকেট। বোলারদের এমন বাজে দিনে পেসার আবু জায়েদ রাহী এক ওভার বল করে ৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট।
জবাব দিতে নেমে মোহামেডানের ব্যাটিংয়ে কোনো ধারের দেখা মেলেনি। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও শুভাগত হোম কোনো রান যোগ না করেই আউট হয়েছেন। দু’জনকেই বিদায় করে পেসার শফিকুল ইসলাম। শুধু তাই নয়, এই পেসারের তৃতীয় শিকার ২২ রান করা সাকিব। অধিনায়ক ইনিংস সাজিয়েছেন ২ চার ও এক ছ’য়ে। মাঝে ১১ বলে ১৬ রান করে অভিজ্ঞ নাদিফ চৌধুরী দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তাকে সাজঘরের পথ দেখান অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হলেও মোহামেডানের অক্ষত ছিল ৬ উইকেট। ইরফান শুক্কুর ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।
রূপগঞ্জের প্রথম, ডিওএইচএস’র দ্বিতীয় জয়
অবশেষে অধরা জয়ের দেখা পেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ১৪ রানে। ৬ উইকেটে রূপগঞ্জের তোলা ৮১ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে শাইনপুকুরের সংগ্রহ ৬৭ রান। এ জয়ে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেলো রূপগঞ্জ, আগের ৪ ম্যাচের তিনটিতে হার, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এছাড়াও দিনের আরেক ম্যাচে বিকেএসপি-৩ মাঠে নিজেদের ২য় জয় তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে তারা হারিয়েছে ১৬ রানের ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *