সাহাদাত হোসেন দিপু –
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৯ন উত্তর জয়পুর ইউনিয়নের শিকদার বাড়ি থেকে জোড় পোল দুই কিলোমিটার রাস্তার বেহাল দশায় কষ্টে হাজারো মানুষ। আজ সোমবার রাস্তাটি পাকা করনের দাবীতে মানববন্ধন করে এলাকার হাজার হাজার মানুষ । তাদের একটাই ছাওয়া এই বেহাল দশা থেকে মুক্তি চাই। রাস্তাটি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন সংস্কার হয়নি শুকনো মৌসুমে কোনরকম চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে যানবাহন দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাটাও অসম্ভব। সড়কের মধ্যেখানে গর্তগুলো বড়ো হয়ে এখন এক একটি মিনি পুকুরে রুপ নিয়েছে , যান ও জন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।
শিকদার বাড়ি থেকে জোড় পোল এই দুই কিলোমিটার রাস্তার অবস্থা এতোটাই খারাপ, যে কোন সময়ে প্রাণহাণিসহ ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা। বর্ষাকালে সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা জমে। তখন পায়ে হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। আশেপাশের সব রাস্তা পাকা হলেও এ রাস্তাটি পাকা করার কোন উদ্যোগ নেয়া হচ্ছে না, নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেওয়া হয় না। অথচ গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশে রয়েছে জেলার সবচেয়ে বড়ো আয়েশা রাদিআল্লাহু মহিলা অর্নাস কামিল মাদ্রাসা, আছে একটি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এ রাস্তাটি দক্ষিণ মাগুরী, পশ্চিম চৌপল্লী, প্রাণভগতিপুর, টেকলাসবাহাদু, উত্তর মাগুরী, ও কালিদাসেরভাগ, গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এ-ই সড়ক, বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না, বয়স্ক ব্যক্তিরা ভয়ে চলাচল করে না এই সড়ক দিয়ে।
রাস্তাটি সংস্করণ বিষয়ে জানতে চাইলে লক্ষীপুর জেলার পিও বলেন এই রাস্তা পাকা করন বিষয়ে এখনো পর্যন্ত কোন পাইল কিংবা কোন লিখিত অভিযোগ আমরা পাইনি, তিনি আরও বলেন খুব দ্রুত অফিসে ফাইল জমা দিতে।