লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় : আ.লীগ নেতা নিহত

লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা তিনি।

দুর্ঘটনার পরপরই সড়কের দাসেরহাট, শান্তিরহাট ও তেওয়ারীগঞ্জ মোড়ে অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান চৌধুরী বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আশপাশের ইটভাটামালিকদের জবাব দিতে হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে কসবার বাড়িতে ফেরার পথে দ্রুতগতির পিকআপের সঙ্গে সাত্তারের বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, পিকআপ রেখে চালক পালিয়ে গেছেন। চালক ও গাড়ির মালিককের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *