দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজারে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে মান্দারী উত্তর বাজার আবু তাহেরের মুদি দোকানে ডুকে কামরুল, সহিদ, রাশেদ, ও রাসেল, তাহেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে লুটপাট চালিয়ে নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আহত তাহেরের ছেলে জাহিদ বলেন জায়গা জমিন বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে কামরুল সহিদ রাশেদ রাসেল মঙ্গলবার সকালে আমাদের দোকানে ডুকে আমার বাবা আবু তাহেরকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ক্যাশবাক্র ভেঙে নগদ ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বাজারের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা থানায় জিডি করি।
এই বিষয়ে অনেক চেষ্টা করেও আসামীদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
এই অভিযোগের তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার এস আই গোলাম মোস্তফা দিগন্তের আলোকে বলেন, উভয়পক্ষই থানায় এসে অভিযোগ করছেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।