চলাচল অযোগ্য সড়ক ,সংস্কার না হওয়ায় বাড়ছে ঝুঁকি

লক্ষ্মীপুর সদর

সাহাদাত হোসেন (দিপু) :-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী বাজার থেকে পার্শ্ববর্তী আমিন বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল দশায়। সড়কটি যান ও জন চলাচলের অযোগ্য হওয়ায় গাড়ি চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। টানা কয়েক বছর সড়কটি সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

সড়কের মধ্যভাগে বড়সড় গর্ত তৈরী হওয়ায় যেকোনো সময় প্রাণহাণিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে সড়কটি সংস্করের জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি বলে জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন এ সড়ক নিয়ে, সেখানে ফুটে উঠেছে হতাশা ও ক্ষোভ।

স্থানীয়রা জানান, মান্দারী , তেয়ারীগঞ্জ, লাহারকান্দী ও দিঘুলী, ইউনিয়নসহ প্রায় হাজার হাজার লোকজন প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে স্থানে স্থানে ভেঙে গিয়ে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে একটি গাড়ির অর্ধেক অংশ মাটিতে দেবে যায়।

তারপরও সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে মিনি ট্রাক, পিকআপ, সিএনজি, আটোরিক্সা, মোটারসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন। এ সড়ক দিয়েই বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করছে জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, মান্দারী-আমিনবাজার সড়ক এখন এক একটি মিনি পুকুরে রূপ নিয়েছে। ছোটবড় যানবাহন প্রতিদিন গর্তের মধ্যে আটকা পড়ছে। কখনও যাত্রীবাহী গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে।

মান্দারী বাজার গ্রীণ-লাইফ মেডিকেল সেন্টারের পরিচালক ও মোহাম্মদ নগর গ্রামের বাসিন্দা ডাক্তার কামালুর রহিম সমর দিগন্তের আলোকে বলেন ‘সরকার হাজার হাজার কিলোমিটার রাস্তার উন্নয়ন করছেন অথচ মান্দারী-আমিনবাজার সড়ক মাত্র সাড়ে ৪ কিলোমিটার দূরত্ব। চন্দ্রগঞ্জ থানার এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে মানুষ প্রতিনিয়িত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অবিলম্বে মান্দারী-আমিনবাজার রাস্তা সংস্কার করে দিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

দক্ষিণ মান্দারী গ্রামের বাসিন্দা রহমান তালুকদার বলেন, এই সাড়ে ৪ কিলোমিটার রাস্তা আমাদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাই দ্রুত এই রাস্তাটি যেন মেরামত করা হয়।’

লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম বলেন, ইতিমধ্যে আমার ব্যাক্তিগত উদ্যেগে ‘মান্দারী-আমিনবাজার সড়কের বড়ো গর্তগুলো ইটের কণা দিয়ে ভরাট করেছি। ফলে এলাবাবাসী দুর্ভোগ অনেকটাই কমেছে । আমি এ-ই রাস্তাটি সংস্করণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করেছি, এবং আমার পরিষদের সকল ইউপি সদস্যদের সাথে আলোচনা করেছি কিভাবে দ্রুত রাস্তাটি সংস্করণ করা যায়। তিনি আরও বলেন আমি আশা করি খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে, এই এলাকার মানুষের কষ্ট লাগব হবে।’

লক্ষীপুর সদর উপজেলা প্রকৌশলী কার্যালয় সুএে জানা যায়, ‘এই সড়ক ঠিক করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটা প্রকল্প পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *