দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৮ লাখ চিংড়ি পোনা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৫ মে) রাত ৯ টার দিকে ঢাকা-রায়পুর সড়কের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপ ভর্তি ৩৩ ব্যারেল (ড্রাম) চিংড়ির রেণু পোণা জব্দ করা হয়। এসময় পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়। জব্দকৃত চিংড়ি পোনাগুলোর বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
পরে জব্দকৃত চিংড়ির রেণু পোনাগুলো রাত ১০টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমাণ্য করে মেঘনা নদী থেকে চিংড়ির রেণু পোণা আহরণ করে পিক-আপ ভ্যানে করে অন্যত্র পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র, এমন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপ ভর্তি ৩৩ ব্যারেল চিংড়ির রেণু পোণা জব্দ করা হয়। এসময় পিকআপ চালক পালিয়ে যায়। পরে জব্দকৃত রেণু পোণাগুলো রাতেই সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আটক পিকআপ ভ্যানটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।