দিগন্তের আলো ডেস্ক ঃ-
হলুদ রঙের গাউন পরে ড্রেসিং রুমে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু গাউনের ব্যা ক চেইন লাগাতে পারছেন না কেউ। একসঙ্গে তিনজন চেষ্টা করেও বার বার ব্যছর্থ হচ্ছেন। চেইনটি টেনে উপরে উঠাতে গিয়ে কেউ কেউ আঙ্গুলে ব্য্থাও পান। একেবারে সানির দলবলের নাজেহাল অবস্থা! শেষমেশ তিনজনের যৌথ প্রচেষ্টায় গাউনের চেইনটি লাগাতে সক্ষম হলেন তারা। সানি লিওন তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যা কাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্যা দেখা যায়। ক্যা পশনে তিনি লিখেছেন, গাউনের লুক পারফেক্ট দেখাতে সেনাবাহিনী প্রয়োজন হয়েছিল! এদিকে ‘এমটিভি স্প্লিটসভিলা-১৩’-এর হোস্ট হিসেবে কাজ করছেন সানি।
এতে তার সঙ্গে রয়েছেন রণবিজয় সিং। চলতি সিজনের শুটিং হয়েছে কেরালার পুভর দ্বীপের রিসোর্টে। এমটিভি স্প্লিটসভিলার ড্রেসিং রুমে এমন পোশাক বিড়ম্বনার শিকার হন সানি লিওন। যার বিহাইন্ড দ্যন সিন ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সানি। বিক্রম ভাট পরিচালিত ১০ পর্বের অ্যাকশন সিরিজ ‘অনামিকা’। এতে অভিনয় করছেন সানি। সম্পূর্ণ ভিন্নরূপে পর্দায় হাজির হবেন। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে তাকে। শুধু তাই নয়, এই শোয়ের প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। এ সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন সোনালি সেগাল।