দিগন্তের আলো ডেস্ক :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকারের। শিক্ষামন্ত্রী নিজেই সোমবার এ কথা জানিয়েছেন।
গতকাল সোমবার মন্ত্রীপরিষদ বৈঠক চলাকালে শিক্ষামন্ত্রী ইমরান এইচ সরকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদের কথা জানান।
এ বৈঠকে মন্ত্রীরা গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ইমরান এইচ সরকারের গুজব ছড়ানো নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকর্ষণ করেন।
তারা বলেন, ইমরান শিক্ষামন্ত্রীর জামাই। তিনি কীভাবে এ আন্দোলনে একজন ছাত্রকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে এমন গুজব ছড়ান। এটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল।
তখন শিক্ষামন্ত্রী বলেন, ইমরানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল ঠিকই। তিন মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
উল্লখ্য, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার।