লক্ষীপুরে জনসম্মুখে ভাতিজাকে এলোপাতাড়ি কুপিয়েছে চাচা।

অপরাদ চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন (দিপু) ঃ-

লক্ষীপুর চন্দ্রগঞ্জ গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ার জেরে চাচার হাতে রক্তাক্ত জখম হয়েছে তারই আপন ভাতিজা। গতকাল সোমবার বিকেল ৩.০০ টায় জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাহমুদ হাছান রাব্বি (২২) ও তাঁর মা চলেখা বেগম (৫০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার গন্ধব্যপুর গ্রামের আবু তালেবের সঙ্গে তাঁর ভাই রেহান উদ্দিনের একটি আম গাছ নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে রেহান উদ্দিন ধারালো কাস্তে দিয়ে গন্ধব্যপুর বাজারে রাস্তার উপরে তাঁকে এলোপাতাড়ি ধারালো কাস্তে দিয়ে কোপাতে থাকে। এ সময় আগেই রেহান উদ্দিন তার ভাতিজা লিটনকে পোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলে এবং তারা দুজনে মিলে মারতে থাকে, এইসময় রাব্বির মা চলেখা বেগম বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাত করেন সন্ত্রাসী রেহান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।

এই বিষয়ে জানতে চাইলে রায়হান উদ্দিন দিগন্তের আলোকে বলেন, এই সালারবেটা এখনও মরে নাই, এরে জবাই করে দেওয়ার দরকার ছিল, তিনি আরও বলেন দেখি আমার কোন লোমটা পালায়, থানা, পুলিশ এরা আমার কিছুই করতে পারবে না, বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *