সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের করিতোলা গ্রামে মঙ্গলবার দুপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নাসরিন আক্তার (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত নাসরিন মৃত জাকির হোসেনের মেয়ে ও দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
নিহত কিশোরীর মামা মনির হোসেন দিগন্তের আলোকে বলেন, আমার বোন জোছনাকে লক্ষীপুর সদরের মোল্লারহাট গ্রামের জাকিরের সাথে বিয়ে দেয়, কিন্তু বিয়ের ৫ বছরের মাথায় আমার ভগ্নীপতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরে আমার বোনকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, তারপর থেকে আমার বোন ভাগ্নী আমাদের বাড়িতে থাকে। নিহত নাসরিনের মামা জানান, দুপুরে হালকা বাতাস ও বৃষ্টি শুরু হলে নাসরিন বাড়ীর পাশে আম কুড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তার ভাগ্নী মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পোদ্দার বাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পোদ্দার বাজার হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ইমন হোসেন ভূঁইয়া বজ্রপাতে এক কিশোরীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে মঙ্গলবার দুপুরে একইসময় ঘটনাস্থলের পাশদিয়ে একই গ্রামের বৃদ্ধ লকিতুল্লাহ (৬৫) মাঠ থেকে গরু নিয়ে আসার পথে বজ্রপাতে তার শরিরের একাংশ অবশ হয়ে যায়।