চন্দ্রগঞ্জ দত্তপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

অপরাদ লক্ষ্মীপুর সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশিয় তৈরী অস্ত্রসস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে ভোররাতে চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউপির শাহাজাদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- দত্তপাড়ার শ্রীরামপুর গ্রামের মৃত আমিন উল্যাহ মুছার পুত্র আহম্মদ উল্যা (৪৪) ও বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের গোলাবাড়ির সেলিম রেজার পুত্র আশ্রাফুল আলম ইমন (২৫)। পুলিশ জানায়, তারা উভয়ই নিহত শীর্ষ সন্ত্রাসী শামীম বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল, বেগমগঞ্জ, লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত একডজনের বেশি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই মো. মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রাত্রিকালীন পাহারারত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে শাহাজাদপুর গ্রামের কানু ভূঁইয়া বাড়ির বাগানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানো সময় আহম্মদ উল্যা ও আশ্রাফুল আলম ইমনকে আটক করতে সক্ষম হন। এসময় তাদের নিয়ন্ত্রণে থাকা ডাকাতি কাজে ব্যবহৃত একটি দেশিয় তৈরী পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, লোহার তৈরী ছোরা, দামা, রামদাসহ বিভিন্ন ধরণের দেশিয় তৈরী বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক জানান, ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশিয় তৈরী অস্ত্রসস্ত্রসহ শামীম বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *