চন্দ্রগঞ্জ দত্তপাড়ায় প্রবাসীকে হত্যার হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্বে থানায় জিডি

অপরাদ চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী হাজী চাঁন মিয়া চৌকিদার বাড়ির কাশেমের ছেলে দত্তপাড়া ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিনের (৪৫) বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মারজাহান আক্তার মুন্নী বলেন আমাদের স্বামীরা প্রবাশে থাকায় আমরা তিন ঝাল বাড়িতে একা বসাবস করি। দীর্ঘদিন যাবৎ বাড়ির চলাচলের রাস্তার মেরামতের টাকার বিষয় নিয়ে বিরোধ চলতেছে, এক বছর পূর্বে বাড়ির সবার সম্মতিতে পুকুর লিজ দিয়ে তিন লক্ষ টাকায় বাড়ির ভিতরে চলাচলের রাস্তা চলিং করার কথা হয়। কিন্তু বাড়ির সবার রাস্তা চলিং করা হলেও আমাদের হাঁটার রাস্তা টুকু চলিং করে নাই, পূর্বের বিরোধের কারনে।
আমাদের হাঁটার রাস্তা কেন হয় নাই জানতে চাইলে, জসিম আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করে, গালমন্দ না করার জন্য নিষেধ করলে, জসিম আরও ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর করতে আসে। এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলে পুনরায় টাকা দাবি করলে যে কোন সময়ে আমাদের অনেক বড়ো ক্ষতি করবে, এবং আমার স্বামী ও দেবররা বিদেশ হইতে যদি দেশে আসে তাহলে তাদেরকে এয়ারপোর্টে হইতে ঘুম করে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এখন আমরা নিরাপত্তা হিনতায় ভুগতেছি।

ফারুককে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে (প্রবাশী) দিগন্তের আলোকে বলেন জসিমকে রাস্তা কেন করে নাই, এবং না করলে হিসাব করে টাকা ফিরত চাইলে সে আমাকে গাল মন্দ কওে, এবং দেশের মাটিতে পা না রাকতে বলে, রাখলে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়।

অভিযোগের বিষয় জানতে চাইলে জসিম উদ্দিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি ফারুককে এমন কোন কথা বলি নাই ।

চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হোক জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *