দিগন্ত ডেস্ক :-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বিবাদে জড়িয়ে পড়ায় তিন বাংলাদেশি ও দুই ভারতীয় ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। দোষী বাংলাদেশি খেলোয়াড়রা হলেন- তৌহিদ হৃদয়, শামীম হোসাইন ও রাকিবুল হাসান। এছাড়া ভারতীয় দুই খেলোয়াড় হলেন- আকাশ ও রবি।
গত রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ইতিহাস রচনার এ উদযাপনের ধরণটা স্বাভাবিকভাবেই ভিন্ন হবে। টান টান উত্তেজনার পর বাঁধভাঙা উল্লাস।
ম্যাচের একদম প্রথম ওভার থেকেই দেখা গেছে উত্তেজনা। অসাধারণ এক ডেলিভারিতে ফর্মে থাকা যশস্বি জাসওয়ালকে পরাস্ত করে হুঙ্কার ছেড়েছিলেন শরীফুল ইসলাম। পরের ওভারে রীতিমতো বাগযুদ্ধেই মত্ত হয়েছিলেন দিব্বংশ সাক্সেনা ও তানজিম হাসান সাকিব। আম্পায়ারের মধ্যস্থতায় থামে সেই ঘটনা। কিন্তু খেলা শেষে দু’দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন। যা নালিশ হিসেবে আইসিসিকে জানায় ভারত।