সাহাদাত হোসেন (দিপু) :-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কালিদাসেরবাগ থেকে বুধবার রাতে তিন মামলায় পলাতক আসামি, শীর্ষ সন্ত্রাসী রিপনকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত ৯ টায় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হকের নেতৃত্বে অত্র থানার এসআই প্রেমানন্দ মন্ডল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ রিপনকে (২৯), আটক করা হয়।
রিপন চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের কালিদাসেরবাগ গ্রামের, তিনা গাজী সর্দার বাড়ীর আবু ছিদ্দিকের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হোক বিশয়টি নিশ্চিত করেন । এবং দিগন্তের আলোকে বলেন লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ডাঃ এ এইচ এম কামরুজ্জামান পিপিএম স্যার, ২৪ ঘন্টা নিরলসভাবে লক্ষীপুরের জনসাধারণের জন্য নিজের সবটুকু উজাড় করে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিপূর্বে চন্দ্রগঞ্জ থানা এলাকায় ডাকাত সর্দার সহ ডাকাতির সাথে জড়িত অনেককেই আমরা আটক করেছি, আর এটা সম্ভব হয়েছে একমাত্র লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের বিভিন্ন দিক নির্দেশনার জণ্য। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন অন্যায়ের সাথে কোন আপোষ নয়, অন্যায়কারী যে-ই হোক কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না, এইসময় তিনি আরও বলেন স্যারের নির্দেশনা মোতাবেক মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছি।