দিগন্তের আলো ডেস্ক ঃ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ট্রাক্টরের চাপায় মো: সাইম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে রামগতি-সোনপুর সড়ক সংলগ্ন চৌমুহনী বাজার এলাকার খবির নেতার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইম উপজেলার চর রমিজ গ্রামের ইসমাইল মেস্ত্রীর ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাইম ট্রাক্টরের পিছনে ছিল এবং ট্রাক্টর ট্রলিটি পিছনের দিকে আসলে সে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।