লক্ষ্মীপুরে সিঙ্গেলদের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

সদর

দিগন্ত ডেস্ক :-
‘সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে সিঙ্গেলদের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে কলেজছাত্র পিয়াল হাসানকে সভাপতি ও জাহিদ তাশফিরকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হামেদ ভূঁইয়া হৃদন ও সাধারণ সম্পাদক ইউনুস হোসেন ফাহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে আহমেদ অন্তর, আবরাহাম খান মাহিন, রবিউল আলম অন্তরকে সহ-সভাপতি আহমেদ কামরুল, রাফসান রাফি, রফিকুল ওয়াইন শান্তকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান হাসিব, মহিয়ান আহমেদ অয়ন ও রবিউল ইসলাম সজিবকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *