দিগন্ত ডেস্ক :-
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রবাসী স্বামীর কাছে অন্তরঙ্গ ভিডিও পাঠানোয় প্রেমিক সেলিমকে পুড়িয়ে হত্যার অভিযোগে প্রেমিকা রূপালী ও তার বাবা আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া।
আসামিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, রুপালী বেগমের স্বামী বিদেশে থাকায় সে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে নিহত সেলিমের সাথে। এরপর সেলিম রুপালীকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে রুপালী রাজি না হওয়ায় তাদের আপত্তিকর গোপন ভিডিও তার স্বামীর কাছে পাঠায় সেলিম। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমকে হত্যার পরিকল্পনা করে রুপালী।
তারপর সেলিমকে খুন করতে রূপালী বিয়ের কথা বলে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে কোল গ্রাম এলাকায় ডেকে নেয়। আগে থেকেই সেখানে রূপালীর বাবা আবদুর রহমান ও ৩/৪ জন অবস্থান করছিলো। রূপালী তাদের হাতে সেলিমকে তুলে দিলে তারা গলাকেটে হত্যা করে সেলিমকে। পরিচয় লুকাতে মোবাইলফোনসহ সেলিমের মরদেহ আগুনে পুড়িয়ে দেয় তারা।
নিহত সেলিমের বাড়ি বগুড়ার দুপঁচাচিয়া গ্রামের খিদিরপাড়া গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।