স্বামীকে ‘আসল পুরুষ’ বললেন সানি লিওন

বি‌নোদন

 

দিগন্তের আলো ডেস্ক ঃ
বরাবরই স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা সানি লিওন। তবে এবার শুধু প্রশংসাই নয় ‘প্রকৃত ভদ্রলোকের’ তকমা দিলেন গর্বিত সানি।

ঘটনার সূত্রপাত ফিল্ম ফেয়ারের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন সানি-ড্যানিয়েল দম্পতি। পথে এক নারীকে দেখতে পান তারা। ওই নারী তার গাড়ির চাকা একা পাল্টানোর চেষ্টা করছিলেন। পুরো ঘটনাটি গাড়িতে বসে ক্যামেরাবন্দি করেন সানি

ওই নারীকে সাহায্যের জন্য গাড়ি থেকে নেমে যান ড্যানিয়েল। পালটে দেন চাকা। আর এই পুরো ঘটনাটি গাড়িতে বসে ক্যামেরাবন্দি করে ফেলেন সানি।

হধমধফ
পরবর্তীতে নিজের ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার দিয়ে স্বামীর এই কাজে গর্ব প্রকাশ করেন এ তারকা।

সাথে ছোট্ট একটি ক্যাপশনে লিখেন, “অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তায় এক নারীর গাড়ির চাকা বদলে দিচ্ছেন ড্যানিয়েল। শুধুমাত্র একজন প্রকৃত ভদ্রলোকই এমনটা করবেন।”

এদিকে ভিডিও’র সাথে দুজনের ফিল্ম ফেয়ারের কয়েকটি ছবিও শেয়ার দিয়েছেন সানি। ড্যানিয়েলের এমন চমৎকার কাজের প্রশংসা করেছেন ভক্তরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *