হোয়াইওয়াশের পর লিটন বললেন, ‘আমরা শিখছি’

খেলাধুলা

দিগন্তের আলো ডেস্ক ঃ

মাহমুদউল্লাহ রিয়াদ
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতেও লজ্জাজনক পরাজয়। ফলে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উরুর মাংসপেশিতে আঘাত পাওয়ায় শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েন। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্বের ভার পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।

বিবর্ণ ও মলিন পারফরম্যান্সের পর ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে। আসলে উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসঙ্গে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’

এর আগে অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ফিন ও গাপটিল ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

জবাবে ৯.৩ ওভারে ৭৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ ৬৫ রানে জিতে ৩-০তে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

ফলে নিউজিল্যান্ড সফরে বরাবরের মতো এবারও কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও হোয়াটওয়াশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *