সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষীপুর চন্দ্রগঞ্জ অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় লক্ষীপুর জেলার মান্দারী বাজারে বিক্ষোভ মিছিল শেষে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সারাদেশে হেফাজতে ইসলামের তান্ডবের প্রতিবাদে ১৪নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এইসময়ে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, করোনা মহামারিকালেও দেশকে উচ্ছৃঙ্খলতার মাধ্যমে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষক একটি মহল মাঠে নেমেছে। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পছন্দ করে না, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ পছন্দ করে না, বঙ্গবন্ধুর আরাধ্য স্বাধীন বাংলাদেশ পছন্দ করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে হাজার বছরের ভাতৃত্ব ও সহমর্মিতার বাংলাদেশ পছন্দ করে না। সেই চক্র শেষ হয়ে যায়নি। এ সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা বিএনপি দিয়েছে, জাতীয় পার্টি দিয়েছে।
এইসময় নেতৃবৃন্দরা আরও বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন যে বিশ্বাসঘাতকের নাম ছিল মীর জাফর, ১৯৭৫ সালে সেই বিশ্বাসঘাতকের নাম হয়েছে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যারা ধ্বংস করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর-কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যারা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, বঙ্গবন্ধুকে আঘাত করবে, স্বাধীনতার স্বপ্নে আঘাত করবে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা জাতি, দেশের অর্থনীতি ও উন্নয়নকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ঠিক তখনই হেফাজত ইসলাম দেশটাকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে।