লক্ষ্মীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নানা আয়োজন

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :

লক্ষ্মীপুরে দিনব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৬টা ০১মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর বিশেষ দোয়া, আলোচনাসভাসহ জেলাব্যাপী নানা আয়োজনে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধাসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান। এসময় শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেনের আয়োজন করা হয়। এতে ১০০জন রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু রোগের চিকিৎসা দেয়ার পর তাদের হাতে সুরক্ষা মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার প্রদান করা হয়। এছাড়াও ৭০জন অসহায় পরিবারের মাঝে ৭ লাখ টাকা ব্যয়ে ৭০টি সেলাইর মেশিন ও ১১জন দুস্থ রোগীকে চিকিৎসার জন্য ৮৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে ক্যাম্পেন ও আলোচনা সভার জেলা পরিষদেও চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহাজানা এর সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। আরো উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর লাইয়’স ক্লাব।

অপরদিকে স্থানীয় ছাত্র নেতাদের অংশ গ্রহণে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের ব্যানারে শহরে পতাকা মিছিল বের করা হয়। এতে উপস্থিত ছিলেন নিশাদ ভূর্ঁইয়া, গোলজার মোহাম্মদ, মাহবুবুল আলম বাবু, আবু তালেব হালান, চুন্নু, রিয়াজ, শাকিল, যোবায়ের শুভ, শান্ত পাটোয়ারী, তাহসীন প্রমুখ।
এছাড়াও জেলার ৫টি উপজেলায় পৃথক ভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে সংশ্লিষ্ট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *