দিগন্তের আলো ডেস্ক ঃ
লক্ষ্মীপুরের মান্দারীতে পুকুরে ডুবে এক কিশোরীর নিখোঁজ হওয়ার পর ডুবুরীর সাহায্যে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে চাঁদপুর নদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চৌকস ডুবুরি দল ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত কিশোরীর নাম ইতি আক্তার কমলা (১৬)। সে মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের মনা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পুকুরে তলিয়ে যায় ইতি। পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সেটি প্রচুর গভীরে ছিলো। এ কারণে পরিবারের লোকজন তার মৃতদেহ খুঁজে পায়নি।
পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহযোগীতায় চট্রগ্রাম ফায়ার ষ্টেশন কন্ট্রোল রুম চাঁদপুর নদী ফায়ার ষ্টেশনকে অবগত করলে সেখানকার নদী ফায়ার ষ্টেশন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে সন্ধা ৭ টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছে। পরে ডুবুরি নুরুল ইসলাম ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে।